জেলা সমবায় কার্যালয়, রংপুর সমবায় সমিতির গঠনের পাশাপাশি সমবায় সমিতি পরিদর্শন, সমিতি নিরীক্ষাকরণ, অডিট ফি ও সিডিএফ আদায় এবং সমবায় সমিতির সদস্যদের সমিতি ব্যবস্থাপনা ও বৃত্তিমূলক প্রশিক্ষণ প্রদান করে থাকে। রংপুর জেলায় ২০২২-২৩ অর্থ বছরে শতভাগ সমবায় সমিতির নিরীক্ষা সম্পাদন করা হয়েছে। লক্ষ্যমাত্রা মোতাবেক সমবায় সমিতি পরিদর্শন করা হয়েছে। সমবায় সমিতির নিরীক্ষা ফি (সরকারী রাজস্ব) ও সমবায় উন্নয়ন তহবিল ১০০% আদায় করা হয়েছে। জেলার ভ্রাম্যমাণ প্রশিক্ষণ ইউনিট কর্তৃক সমবায়ীদের শতভাগ ভ্রাম্যমাণ প্রশিক্ষণ দেয়া হয়েছে। লক্ষ্যমাত্রা মোতাবেক সমবায় বিভাগের কর্মকর্তা/কর্মচারীদের দক্ষতা বৃদ্ধির জন্য বিভিন্ন প্রশিক্ষনে প্রেরণ করা হয়। এছাড়া সমবায় সমিতির সদস্যদের বিভিন্ন ট্রেডে (কম্পিউটার বেসিক, সেলাই প্রশিক্ষণ, মাশরুম চাষ, মোবাইল সার্ভিসিং, মৌমাছি চাষ, মৎস্য চাষ, হাসমুরগী পালন, গরুমোটাতাজাকরণ, ফ্যাশন ডিজাইন ও ব্লক বাটিক) প্রশিক্ষণ প্রদান করা হয়। লক্ষ্যমাত্রা মোতাবেক আশ্রয়ন প্রকল্প সমূহের ঋণ আদায় করা সহ নিয়মিত পরিদর্শন করা হচ্ছে। জেলার উপজেলা সমবায় অফিস সমূহ লক্ষ্যমাত্রা মোতাবেক পরিদর্শন করা হচ্ছে। দাপ্তরিক কাজের গতিশীলতা আনয়নের জন্য ই-মেইলে তথ্য আদান প্রদান করা হচ্ছে। জেলার ওয়েবপোর্টাল হালনাগাদ করা হয়েছে। ফলে যে কোন নাগরিক সরাসরি অনলাইনে আমাদের সেবা গ্রহণ করতে পারছে বা কোন তথ্য জানতে পারছে।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS