Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

Title
‍ৃ
Details

রংপুর টাউন হল প্রাঙ্গনে জাতীয় ও সমবায় পতাকা উত্তোলনের পর আলোচনা সভায় আরম্ভ হয়। সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন জনাব মো. আবদুল ওয়াহাব ভূঞা, বিভাগীয় কমিশনার, রংপুর; বিশেষ অতিথি হিসেবে ‍উপস্থিত ছিলেন জনাব দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, ডিআইজি, রংপুর রেঞ্জ, রংপুর; জনাব মোহা: আবদুল আলীম মাহমুদ বিপিএম, পুলিশ কমিশনার (ডিআইজি), মেট্রোপলিটন পুলিশ, রংপুর; জনাব আসিব আহসান, জেলা প্রশাসক, রংপুর মহোদয়। সভাপতিত্ব করেন জনাব তুষার কান্তি মন্ডল, সভাপতি, রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লি. ও সভাপতি, রংপুর সমবায় ভূমি উন্নয়ন ব্যাংক লি.। আরো উপস্থিত বিভাগীয় সমবায় কার্যালয়, রংপুর বিভাগ, রংপুর এর যুগ্ম-নিবন্ধক জনাব মোহাম্মদ আবুল বাশার, অধ্যক্ষ (উপ-নিবন্ধক), আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট, রংপুর এবং জেলা সমবায় অফিসার, রংপুর জনাব মো. আমিনুল ইসলাম প্রমুখ। এছাড়াও রংপুর সদর উপজেলাধীন নির্বাচিত সমিতির প্রায় ১৫০ জন সমবায়ী। সমবায় ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য ১০ জন সমবায়ীকে পুরস্কার স্বরুপ ক্রেস্ট প্রদান করা হয়। আলোচনা শেষে রংপুর কেন্দ্রীয় সমবায় ব্যাংক লি. এর পক্ষ হতে আগত অতিথি ও সমবায়ীদের খাবার প্যাকেট বিতরণ করা হয়। 

Image
Images
Attachments
Publish Date
07/11/2020
Archieve Date
05/11/2021