“সবার আগে সুশাসন, জনসেবার উদ্ভাবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জেলা প্রশাসন রংপুরের আয়োজনে জেলা পর্যায়ে “জাতীয় পাবলিক সার্ভিস দিবস ২০২৩” যথাযথভাবে উদযাপনের নিমিত্ত আগামী ২৩ জুলাই ২০২৩ তারিখ সকাল ১০.০০ ঘটিকায় বর্ণাঢ্য রেলি জেলা প্রশাসকের কার্যালয়, রংপুর হতে শুরু হয়ে কালেক্টরেট সুরভি উদ্যান প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসকের কার্যালয়ে এসে সমাপ্ত হবে। রেলি শেষে সকাল ১০.৩০ টায় জেলা প্রশাসক, রংপুরের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকতে সদয় সম্মতি জ্ঞাপন করেছেন জনাব মো: হাবিবুর রহমান, বিভাগীয় কমিশনার, রংপুর বিভাগ, রংপুর এবং সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা প্রশাসক, রংপুর।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস